প্রশংসা
প্রশংসা সবি কেবল রব্বুল আ’লামিনের প্রতি যিনি মানবকুলকে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন। মানবকুল তার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পবিত্র কুরআনে দিয়েছেন দিক-নির্দেশনা। (ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ)-পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। দরুদ ও সালাতুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল (স:) প্রতি, যিনি মানবজাতির মুক্তির উদ্যেশ্যে শিক্ষা দিয়েছিলেন-«طلب العلم فريضة على كلّ مسلمٍ»‘‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলানের উপর ফরয।’’
বিসমিল্লাহির রাহমানীর রাহিম।
প্রশংসা কেবল আল্লাহ তা আলার জন্য। আল্লাহর প্রথম নির্দেশ হলো “পড়” শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষার মাধ্যমে ব্যক্তির জ্ঞান ও আচরনের কাঙ্খিত পরিবর্তন ঘটে। আদর্শ মানুষ তৈরীর মহান ব্রতকে কেন্দ্র করে 2006 খ্রি. প্রতিষ্ঠিত হয় হালিমা খাতুন ইসলামী একাডেমী। নৈতিক গুনাবলী সম্পন্ন আদর্শ ও যোগ্য মানুষ তৈরিই আমাদের মূল লক্ষ। বিজ্ঞান মনস্ক মানব সম্পদ গঠন ও শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশই মূল উদ্দেশ্য। আধুনিক শিল্প বিপ্লবের যুগে তথ্য ও প্রযুক্তি ভান্ডার সম্মৃদ্ধ নাগরিক প্রতিষ্ঠাই মূল প্রতিপাদ্য। এ অঞ্চলের পরিচিতি ও সহ শিক্ষক কার্যক্রম বিদ্যালয়ের ও ওয়েবসাইটটির মাধ্যমে উন্মুক্ত করে দিতে চাই সর্বত্র। সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা খেলাধুলা সহ অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর মানসিক বিকাশে নিরন্তর প্রচেষ্ঠা করে যাচ্ছে এই বিদ্যাপীঠ। অনলাইনে মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি বার্ষিক পরীক্ষার ফলাফল, প্রগ্রেসিভ রির্পোট, এস এম এস এর মাধ্যমে অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজ্নের মধ্যে সেতুবন্ধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই স্বপ্নের বিদ্যাপীঠ । সামনের দিনগুলোকে আরও সুন্দর করে গড়ে তুলতে আপনার ভূমিকা যেন বিদ্যালয়কে স্মরণ করিয়ে নেয় এই প্রত্যাশায়......
সবাইকে শুভেচ্ছা
আসসালামু আলাইকুম,
সমস্যা জর্জরিত বর্তমান সমাজের চরম অবহেলিত শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে আধুনিক ও ডিজিটাল শিক্ষা পদ্ধতির সমন্বয়ে কোমলপ্রাণ শিক্ষার্থীদের এক ব্যতিক্রধর্মী বিদ্যাপীঠ হালিমা খাতুন ইসলামি একাডেমি। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছরের পদার্পনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বান্ধব মূল্যবোধ প্রতিষ্ঠা, আদর্শ মানুষরূপে গড়ে তোলা, সামাজিক ও পারিবারিক কল্যাণ লাভের লক্ষ্যে ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছে। মানসম্মত শিক্ষা হলো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার মূল ভিত্তি। এই প্রতিপাদ্য বিষয়টিকে সমানে রেখে সম্পূর্ণ নতুন আঙ্গিকে তরুণ প্রজন্মের সমন্বয়ে গঠিত নতুন বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃত্বে মানসম্মত শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের মাধ্যমে আদর্শ মানুষ গঠন এবং শিক্ষা বান্ধব পরিবেশ সুনিশ্চিত করণে অঙ্গিকারাবদ্ধ প্রতিষ্ঠান হালিমা খাতুন ইসলামি একাডেমি। প্রিয় শুভাকাঙ্খী, সন্তান আপনার দায়িত্ব আমাদের। তাই আসুন আপনার সন্তানের জন্য নৈতিক মূল্যবোধ ও মেধার উৎকর্ষ সাধনে আপনার সঠিক বিদ্যালয় নির্বাচনে আমাদের স্কুল ক্যাম্পাস পরিদর্শন করুন।
116
Total Student
0
Present Student
116
Absent Student
0
Leave Student
মাননীয় মহোদয়,
আমার পুত্রকে জ্ঞানার্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম। তাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন-এটাই আপনার কাছে আমার প্রত্যাশা।
আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ন নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়।তাকে এও শিখাবেন-প্রত্যেক বদমায়েশের মাঝেও একজন বীর থাকতে পারে, প্রত্যেক স্বার্থপর রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন-পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চাইতে একটি উপার্জিত ডলার অধিক মুল্যবান। এও তাকে শিখাবেন-কিভাবে পরাজয়কে মেনে নিতে হয় এবং কিভাবে বিজয়োল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দিবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগেই একথা বুঝতে শেখে-যারা পীড়নকারী তাদেরকে সহজেই কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য লুকিয়ে আছে, তাও তাকে শেখাবেন।
আমার পুত্রকে শেখাবেন, বিদ্যালয়ে নকল করে পাশ করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশী সম্মানজনক। নিজের উপড় তার যেন সুমহান আস্থা থাকে-এমনকি সবাই যদি সেটাকে ভুলও মনে করে।
তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়-হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরন নাকরার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন শুধু ভালটাই শুধু গ্রহন করে-এ শিক্ষাও তাকে দেবেন।
সে যেন শেখে দূঃখের মাঝে কীভাবে হাসতে হয়। আবার কান্নার মাঝে লজ্জা নেই-সেকথা তাকে বুঝতে শেখাবেন। যারা নির্দয়, নির্মম তাদেরকে সে যেন ঘৃনা করতে শেখে আর অতিরিক্ত আরাম-আয়েশ থেকে সাবধান থাকে।
আমার পূত্রের প্রতি সদয় আচরণ করবেন কিন্তু সোহাগ করবেননা, কেননা আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস নাথাকে, থাকে যেন তার সাহসী হবার ধৈর্য। তাকে এ শিক্ষাও দেবেন-নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে আর তখনই তার সুমহান আস্থা থাকবে মানব জাতির প্রতি।
ইতি আপনার বিশ্বস্ত,
আব্রাহাম লিঙ্কন