প্রশংসা



প্রশংসা সবি কেবল রব্বুল আ’লামিনের প্রতি যিনি মানবকুলকে সৃষ্টির সেরা জীব হিসেবে ভূষিত করেছেন। মানবকুল তার শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য পবিত্র কুরআনে দিয়েছেন দিক-নির্দেশনা। (ٱقْرَأْ بِٱسْمِ رَبِّكَ ٱلَّذِى خَلَقَ)-পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। দরুদ ও সালাতুস সালাম পেশ করছি আমাদের প্রিয় রসুল (স:) প্রতি, যিনি মানবজাতির মুক্তির উদ্যেশ্যে শিক্ষা দিয়েছিলেন-«طلب العلم فريضة على كلّ مسلمٍ»‘‘জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলানের উপর ফরয।’’