*প্রতিদিন স্কুলে ডায়েরী আনতে হবে এবং প্রতি ক্লাসের কার্যক্রম সংক্ষেপে লিখে নিতে হবে।
*ভারী, লম্বা এবং স্টীলের স্কেল ক্লাসে আনা যাবে না, শিক্ষার্থীর ব্যাগে শিক্ষা উপকরণ ব্যাতীত অন্য কিছু পাওয়া গেলে তা বাজেয়াপ্ত করা হবে।
*তৃতীয় শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত যে কোন আবেদনপত্র স্বহস্তে লিখে অভিভাবকের স্বাক্ষরসহ শ্রেণি শিক্ষক/শিক্ষিকার মাধ্যমে পরিচালকের অফিসে পৌঁছাতে হবে।
*টিফিন এবং খাবার পানি নিজ নিজ বাসা থেকে সাথে আনতে হবে। ক্লাস চলাকালীন/ বিরতির সময় কোন অবস্থাতেই বাহির হতে আনা যাবে না।
*স্কুলে পূর্ণ ইউনিফর্মসহ পরিস্কার পরিচ্ছন্ন হয়ে আসতে হবে।
*ছেলেদের চুল ছাটা বিদ্যালয় কর্তৃক নির্ধারিত নিয়মে (ক্রু কাট) হতে হবে এবং শিক্ষার্থীদের হাতের ও পায়ের নখ অবশ্যই ছোট ও পরিস্কার থাকতে হবে।
*শ্রেণিকক্ষ ও বিদ্যালয়ের শৃঙ্খলা ও পরিবেশ বজায় রাখতে হবে।
*মাতা-পিতা ও শিক্ষকগণের প্রতি সম্মান দেখাতে হবে এবং তাঁদের কথা মেনে চলতে হবে।
*সহপাঠীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে এবং ছোটদের স্নেহ করতে হবে।
*বিদ্যালয়ের সম্পদ ও আসবাবপত্রের প্রতি যত্নশীল হতে হবে।
*সদা সত্য কথা বলবে। কোন রকম দোষ ক্রুটি অকপটে তা স্বীকার করে নিজকে সংশোধন করতে হবে।
*বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে দৈনিক ২০/- টাকা হারে জরিমানা দিতে হবে।
*স্কুল ছুটির পর অনতিবিলম্বে বাসায় যেতে হবে এবং পথে/ মার্কেটে কোথাও গল্প-গুজব করে সময় ক্ষেপন করা যাবেনা।
*প্রত্যেক শিক্ষার্থীকে স্কুল শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই উপস্থিত হতে হবে এবং প্রাত্যহিক প্রাতঃসমাবেশে অংশগ্রহণ করতে হবে।
*শিক্ষকগণের/ মুরব্বীগণের সাথে সাক্ষাতে সালাম প্রদান করতে হবে।
*ক্লাস ক্যাপ্টেন শ্রেণিকক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন ও যাবতীয় বিষয় দেখাশুনা করবে।
*যদি কোন শিক্ষার্থী অবাধ্যতা, অসদাচরণ বা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে তাহলে তাকে ঞঈ দিয়ে দেওয়া হবে/ ভর্তি বাতিল বলে গণ্য হবে।
*কোন শিক্ষার্থী বিদ্যালয়ে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচসহ কোন ধরণের ইলেক্ট্রনিক্স ডিভাইস আনতে পারবে না।